বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সজীব হত্যা : মামলা প্রত্যাহারের হুমকির প্রতিবাদে মানববন্ধন 

লক্ষ্মীপুর প্রতিনিধি 

সজীব হত্যা : মামলা প্রত্যাহারের হুমকির প্রতিবাদে মানববন্ধন 

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা এম সজীব হত্যার ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের হুমকির প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। রোববার (২৩ জুন) জেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন পালন করে দলের নেতা-কর্মীরা। 

বাংলাদেশ ছাত্রলীগ চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক এম. মাসুদের রহমান এ মানববন্ধনের আয়োজন করেন। 

এতে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা আ.লীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, ইউনিয়ন আ.লীগের সভাপতি গিয়াস উদ্দিন লিঠন ও সাধারণ সম্পাদক কাজী সোলাইমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন খলিফা ও খলিলুর রহমান প্রমুখ। 

এসময় নিহত সজীবের মা বুলি বেগম মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও নিহত সজীবের রাজনৈতিক সহযোদ্ধা এবং ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও আ.লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

টিএইচ